নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় স্কুল খোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সেপ্টেম্বরে খুলতে পারলেও প্রস্তুতি আছে, অক্টোবরে খুলতে পারলেও প্রস্তুতি আছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
তিনি বলেন, ছাত্রদের ওয়ার্কশিট (অ্যাসাইনমেন্ট) দেওয়া হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং সশরীরে পরীক্ষা নিতে না পারলে পরবর্তীতে শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে।
সংক্ষিপ্ত আকারে হলেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত সব প্রস্তুতি রয়েছে সরকারের। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে গতবারের মতো মূল্যায়ন করা হবে।
তিনি আরো বলেন, ‘আমরা চাচ্ছি তাড়াতাড়ি স্কুল খুলে দিতে। প্রধানমন্ত্রী দুটি মিটিংয়ে একই কথা বলেছেন। আমাদের সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। যাতে যেকোনো সময় স্কুল খুলে দিয়ে কাজ করা যায়। আগে তাদের একটি পরিকল্পনা ছিল যে ধাপে ধাপে খোলা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়তো দুইদিন করা; প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য সপ্তাহে একদিন করে খোলা। এভাবেই করতে চাচ্ছেন।’
পরীক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরির চিন্তা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নিয়ে মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারা যায়, তাহলে মূল্যায়নের ভিত্তিতে ফল দেওয়া হবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেওয়া হবে।
স্কুল খোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ডব্লিউএইচও সবাই মিলে একটা সিদ্ধান্ত তো লাগবে। স্কুল হুট করে তো খুলে দেওয়া যাবে না। আরেকটু স্বাভাবিক হলে হয়তো খোলা যেতে পারে।’
সে ক্ষেত্রে অক্টোবরের আগে সম্ভব কি-না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ঠিক বলতে পারব না। যেকোনো সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে, প্রস্তুত আছি।’
Discussion about this post