আন্তর্জাতিক ডেস্ক
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই ভারতে শিশুদের ওপর করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হবে।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশটির কোভিড টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান এন কে অরোরা।
তিনি বলেন, ‘ভারতে ১২-১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ১২ কোটি। যার মধ্যে এক শতাংশের কো-মর্বিডিটি রয়েছে। এই সংখ্যাটা খুব একটা কম নয়।’
আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতে দুই বছরের বেশি বয়সীদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে কোভ্যাক্সিনের টিকা।
খবরে আরও বলা হয়, অক্টোবরের শেষের দিক থেকে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন অরোরা। কোন শিশুদের এবং কী ধরনের কো-মর্বিডিটি থাকলে আগে টিকা দেওয়া হবে তার একটা তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
Discussion about this post