আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক ও নার্সদের বিনামূ্ল্যে জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি সন্তোষজনক কাজের জন্য পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।
স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে মাসে দু’দিন বৈঠক করার পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকালে কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল (এসএসকেএম) হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় ১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিকেল সুপারের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিকিৎসক, নার্সদের জন্য বিনামূল্যে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা। প্র্যাকটিশনার নার্স হিসেবে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেওয়া হবে।’
মমতা বলেন, ‘১০ একর জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের বলেছি। জমি বিনা পয়সায় দেওয়া হবে ডাক্তার ও নার্সদের। তাঁরা চাইলে হাউজিং তৈরি করে নেবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রথম দিনের বৈঠক সফল হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ব্যবস্থা করেছে রাজ্য। ১০ হাজার বেড তৈরি রাখা হয়েছে। মা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।’
এ সময় নার্সদের পদোন্নতি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা ভাল কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সদের আমরা আরও এক ধাপ পদোন্নতি দেবো। ভাল কাজ করলে এই পদোন্নতি হয়ে নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। স্বাস্থ্য দপ্তর গাইডলাইন করে দেবে।’
রাজ্যে চিকিৎসকের অভাব থাকায় কোয়াকরা প্রাইমারি হেল্থ সেন্টারে কাজ করবেন বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
Discussion about this post