নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপী ‘নিউজ মিডিয়া ইন বাংলাদেশ আন্ডার কোভিড-১৯: রুল অব স্টেট অ্যান্ড মিডিয়া এডুকেটরস’ শীর্ষক চতুর্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের সম্মেলন শেষ হয়।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ডয়চেভেলে একাডেমির এশিয়া ও ইউরোপের বিভাগীয় প্রধান মাইকেল কারহাউসেন এবং জাবি সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।
কনফারেন্সের আহ্বায়ক ও জাবি সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, সুমাইয়া শিফাত, সালমা আহমেদ, নিশাত পারভেজ, প্রভাষক মৃধা মো.শিবলী নোমান ও সালমা সাবিহাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক।
এবারের কনফারেন্সে করোনার সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সমাধান, ডিজিটাল জার্নালিজমের ব্যবহার, সাংবাদিকদের নিরাপত্তা, চাকরি নিশ্চয়তা ও সম্পাদক-গণমাধ্যম শিক্ষাবিদের ভূমিকা এবং গণমাধ্যম গবেষণা বিষয়ে চারটি সেশন হয়।
এসব বিষয়ে দেশের জনপ্রিয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা কথা বলেন।
Discussion about this post