তানভীর জাকারিয়া চৌধুরী
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) কর্মরতদের জন্য বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। গতকাল শনিবার ২৮ আগস্ট লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত চলে এ ক্যাম্প।
এতে ইডিইউর ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে শতাধিক সদস্য চিকিৎসাসেবা নেন। নিজের চোখ পরীক্ষার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি এসময় লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের কর্মকর্তা-সদস্যদের ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য।
তিনি বলেন, ইডিইউ পরিবারের সকলের স্বাস্থ্যগত সুরক্ষা ও চিকিৎসা সংক্রান্ত দুর্ভাবনা কমাতে সচেষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় আয়োজন করা হলো চক্ষুশিবিরের। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকলে যাতে সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে চট্টগ্রামের বেশ কয়েকটি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমরা।
এতে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঘাসফুল চেয়ারম্যান, সমাজবিজ্ঞানী ড. মন্জুর উল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইডিইউর ট্রেজারার অধ্যাপক সামস-উদ দোহা ও রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।
এতে আরো অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবুবক্কর সিদ্দিকী, লায়ন ওসমান গণি চৌধুরী, রিজন চেয়ারপারসন লায়ন জাহানারা বেগম, রিজন চেয়ারপারসন এস কে বিশ্বাস, জোন চেয়ারপারসন লায়ন হুমাইরা কবির চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি লায়ন আবেদা বেগম, ক্লাব সেক্রেটারি লায়ন মির্জা মো. ইলিয়াস প্রমুখ।
চিকিৎসা ক্যাম্প শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট।
Discussion about this post