অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনায় চট্টগ্রামে সংক্রমণের হার কমলেও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৬ জন মহানগর এলাকায় এবং ৪ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। সোমবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম।
Discussion about this post