নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্রের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে পঞ্চম সপ্তাহের জন্য গত ২৩ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র সংশোধন করে পাঠানো হয়েছিল। সংশোধিত অ্যাসাইনমেন্ট আজ আবার পাঠানো হলো।
আরও বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন-
অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন-
Discussion about this post