নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এ অটাম ২০২১ এর মিড-টার্ম পরীক্ষা কীভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা যায়, সে সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য অধ্যাপক ইউনুস, উপ উপাচার্য অধ্যাপক ড. জাহিদ হোসেন শরিফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, নবনিযুক্ত ট্রেজারার আহমেদ শরিফ তালুকদার, ফাইনেন্স ডিরেক্টর আব্দুল কাদের তালুকদার সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ।
মাস্টার্স প্রোগ্রামের পরীক্ষা ১০ সেপ্টেম্বর ও ব্যাচেলর প্রোগ্রামের পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে অনলাইন পরীক্ষা নির্বিঘ্নে ও মানসম্মতভাবে সম্পন্ন করার বিভিন্ন কার্যকর উপায় থেকে সর্বোত্তম পন্থাটি নির্বাচিত করার নিমিত্তে সম্মানিত বক্তাগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
Discussion about this post