নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন। নির্বাচিত শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে পারবেন।
ভর্তি নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা জমা দিয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকেন তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীর ছবি বর্গাকার, হালকা এক রঙের ব্যাকগ্রাউন্ড ও ছবির সাইজ ১০০ কিলোবাইটের নির্ধারিত ফরম্যাটে থাকতে হবে।
জানা গেছে, এবছর ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছে সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী। প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয় গত ২৫ আগস্ট।
এ বছর মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। আর বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞান বিভাগের নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী আবেদন না করলে পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
Discussion about this post