তানভীর জাকারিয়া চৌধুরী
বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে কেবল পরীক্ষার মধ্য দিয়েই নতুন শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে, সেখানে ভর্তিপরীক্ষার পাশাপাশি সাক্ষাৎকারেও সমান গুরুত্ব দিয়ে আসছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
শুধু পরীক্ষার উত্তরপত্র দিয়ে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা যায় না, তাই সক্ষমতাগুলো খুঁজে বের করে সে অনুসারে ভর্তিচ্ছুদের গড়ে তোলার অংশ হিসেবে সাক্ষাৎকার গ্রহণ করে ইডিইউ। প্রতিবারের মতো এবারও চলমান ফল ২০২১ সেমিস্টারে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তিনটি স্কুলের ১০টি বিভাগে পৃথকভাবে ভর্তিচ্ছুদের এ সাক্ষাৎকার নিয়েছে ফ্যাকাল্টি মেম্বাররা।
এতে অংশ নেয়া ভর্তিচ্ছুদের পাঠ্যবিষয়, বুদ্ধিমত্তা, দায়িত্বশীলতা সম্পর্কিত প্রশ্নের পাশাপাশি ইডিইউতে পড়তে চাওয়ার কারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় থেকে এবং ফ্যাকাল্টি মেম্বারদের থেকে কেমন সহযোগিতা প্রত্যাশা করে, এ বিষয়ে জানতে চাওয়া হয়।
এ সাক্ষাৎকার গ্রহণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ইডিইউতে ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর সুদীর্ঘ একাডেমিক জীবনেও এর প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, ইডিইউতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে নতুন ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীকে মূল কোর্সের পাশাপাশি এক্সেস একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়। ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ব্যক্তিপর্যায়ের ঘাটতি দূর করা এবং নৈতিক-যৌক্তিক চিন্তায় পারদর্শী করে তোলা হয় এই একাডেমিতে।
তাদের দুর্বলতা ও তারতম্যগুলো কাটিয়ে তোলার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য পরিপূর্ণ করে তোলা হয়। তাই, সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সক্ষমতা ও ঘাটতিগুলো নিরূপণ করা হয়, যাতে এসব বিবেচনায় রেখে তাদের প্রশিক্ষিত করে তোলা যায়।
এছাড়া শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় জীবনেই পরিপূর্ণ পরিচর্যা পায়, তা নিশ্চিত করতে ইডিইউতে রয়েছে একাডেমিক এডভাইজর প্রোগ্রাম। সহায়তা, পরামর্শ তথা সার্বিক গাইডলাইন দেয়ার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করতে প্রত্যেক শিক্ষার্থীকে একজন করে একাডেমিক এডভাইজরের অধীনে দেয়া হয়। ফলে, সাক্ষাৎকার গ্রহণ শিক্ষার্থীদের পরিপূর্ণরূপে মূল্যায়নে ইডিইউকে সাহায্য করছে।
Discussion about this post