আন্তর্জাতিক ডেস্ক
প্রতিদিনই আবারো পুরনো রেকর্ডের কাছাকাছি চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনার যে ভয়াবহ তাণ্ডব কয়েক মাস আগে পেছনে ফেলে এসেছিলো, সেখানেই পুনরায় ফিরছে দেশটির স্বাস্থ্য অবস্থা।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে আর আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। তার আগের দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯১ জন। তবে আক্রান্ত ছিলো ১ লাখ ৮৬ হাজার ৪০৭ জন। ৩১ আগস্ট আক্রান্ত ছিলো ১ লাখ ৬৮ হাজার ৮৮১ জন এবং মৃত্যু ১ হাজার ৪৫৮ জন।
এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু ও শনাক্ত সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন এবং ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৮৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৫০ জন এবং মারা গেছে ১০ হাজার ৬৩৩ জন।
শুক্রবার সকাল পযন্ত সারাবিশ্বে শনাক্ত হয়েছে ২১ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫ লাখ ৫৭ হাজার ৮৪ জনের। শনাক্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন।
Discussion about this post