নিজস্ব প্রতিবেদক
তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে নিজেদের ভর্তি পরীক্ষার এই তারিখ জানিয়েছেন তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
তিনি জানান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ২৭ জুলাই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ভর্তি পরীক্ষা স্থগিত করে চুয়েট, রুয়েট ও কুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, কোভিডের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চুয়েট, কুয়েট ও রুয়েটের আগামী স্নাতক প্রথম বর্ষ/ লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীকালে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissionckruet.ac.bd) এবং চুয়েট, কুয়েট ও রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Discussion about this post