নিজস্ব প্রতিবেদক
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৪৩০০ কোটি টাকার বিশেষ একটি প্রকল্প অনুমোদন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে, ভবিষ্যত অর্থনৈতিক প্রয়োজনীয়তার নিরিখে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে ব্যাপকভাবে প্রশিক্ষণ প্রদান; পলিটেকনিকাল সমূহের সক্ষমতা বৃদ্ধি; অত্যাধুনিক মডেল পলিটেকনিকাল প্রতিষ্টা; পূর্ব দক্ষতার স্বীকৃতির সনদায়ন এর কার্যক্রম বৃদ্ধি (Recognition of Prior Learning) RPL; দক্ষতা ও বৃত্তিমূলক নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানে বিশেষ সিলেবাস তৈরি; এবং সার্বিকভাবে বৃহত্তর জনগোষ্ঠীকে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করতে বিশেষ এই প্রকল্প Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) হাতে নেয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নেতৃত্ব দিবে এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), স্বাস্থ্য শিক্ষা বিভাগ, প্রবাসী কল্যান মন্ত্রণালয়, ও শিল্প মন্ত্রনালয় এটি বাস্তবায়নে একসাথে কাজ করবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
Discussion about this post