খেলাধূলা ডেস্ক
নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাঠে গড়াবে। এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবেদন করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বর্তমানে হাঁটুর ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান। তবে ইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়া তামিম। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে ইপিএলের খেলা।
কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ টি-টোয়েন্টি না খেলে কেনো তামিম ইকবাল নেপালের টি-টোয়েন্টি আসর খেলতে চাচ্ছেন? বোর্ড কি করে তাকে অনুমতি দেয়? এটা কি দলের প্রতি কমিটমেন্টের চরম বরখেলাপ নয়? এ বিষয়ে বোর্ড কী ভাবছে? বিসিবি কি তামিমকে অনুমতি দেবে?
এসব প্রশ্নের মুখোমুখি হয়ে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে তামিমের অনাপত্তিপত্র চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম।
বুধবার সকালে তিনি জানিয়েছেন, ‘আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। আমার কাছে কোনো চিঠি আসেনি। আমাকে সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, তামিম নেপালের টি-টোয়েন্টি আসরে খেলতে আগ্রহী। এখন অনুমতির ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত দেবে। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না।’
যত দূর জানা গেছে, তামিমকে ইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়ে দেবে বিসিবি। তাই তার ইপিএলে খেলা একপ্রকার নিশ্চিতই বলা চলে।
ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা রয়েছে তামিমের। এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তিনি। ক্রিস গেইল, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ শাহজাদের মতো বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখরাও থাকবেন ইপিএলে।
Discussion about this post