শিক্ষার আলো ডেস্ক
করোনা মহামারীর কারণে বন্ধ হওয়া বিদেশে অবস্থিত বাংলাদেশিদের জন্য তৈরি স্কুলগুলো চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য কোনও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ সংশোধন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়নে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং অভিবাসন বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাসের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
বিদেশগামী প্রবাসী কর্মীদের করোনা টিকা প্রদান করার কার্যক্রম গ্রহণের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধীন সালিশের মাধ্যমে অভিযোগের আপস-মীমাংসা বিষয়ক বিধিমালার কতিপয় ধারায় সংশোধন, সংযোজন ও পরিমার্জনসহ মতামত/সুপারিশ উপস্থাপন করা হয়। উপজেলা পর্যায়ে এ আইনের সালিশের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কার্যপত্র থেকে জানা গেছে, বৈঠকে কোভিডে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ঋণ বিতরণ প্রণোদনা গত অর্থ বছর (২০২০-২১)-সহ চলতি অর্থ বছরের আগস্ট পর্যন্ত ১৪ হাজার ৬৬০ জনকে ৩৪৪ কোটি ৪৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে চার ধরনের ঋণ সহায়তার মাধ্যমে এসব ঋণ প্রদান করা হচ্ছে।
কোভিডকালে ঋণ প্রদানে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫০০ কোটি টাকার মধ্যে ২৫০ কোটি টাকা পাওয়া গেছে।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন বৈঠকে অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য মো. মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।
বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষে বিশেষ আমন্ত্রণে শিরীন লিরা, ড. সি আর আবরার, সৈয়দ সাইফুল হক, ফরিদা ইয়াসমীন এবং সুমাইয়া ইসলাম বৈঠকে যোগদান করেন।
Discussion about this post