খেলাধূলা ডেস্ক
কিছুক্ষণ চোখ ছলছল করে। তারপর বেয়ে পড়ে জল হয়ে। লিওনেল মেসির আবেগ যেন আর বাধ মানে না। কোপা আমেরিকার ট্রফিটা হাতে নিয়ে তিনি ভেঙে পড়েন কান্নায়। দু চোখ গড়িয়ে পড়া চোখের জলে যেন মিশে থাকে অপেক্ষার যন্ত্রণা, অনেক অনেক সমালোচনার জবাব।
‘লিওনেল মেসি দেশের প্রতি দায়বদ্ধ নন’ এমন অভিযোগ তো আর কম শুনেননি। আন্তর্জাতিক শিরোপা জিততে না পারায় পরে কেবল সেটি বেড়েছেই। গত জুলাইয়ে শেষ হয়েছে সবকিছুর। দেশকে আন্তর্জাতিক শিরোপা জিতিয়েছেন রোজিওর ছেলে। সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে।
এরপর আর দেশের মানুষের সঙ্গে উদযাপন করা হয়নি শিরোপা জয়। ২৮ বছর ধরে একটি শিরোপার অপেক্ষায় ছিলেন যারা। ওই সুযোগ মিলেছে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে। হ্যাটট্রিক করে ম্যাচ জিতিয়েছেন মেসি। এরপর আর্জেন্টিনার মানুষের সঙ্গে উদযাপনও হয়েছে।
সেখানেই কেঁদেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চোখ গড়িয়ে জল পড়েছে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, এই দিনটির জন্য স্বপ্ন দেখেছেন অনেকদিন ধরে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন এমন দিন উপহার দেওয়ায়।
তিনি লিখেছেন, ‘এই দিনটির ব্যাপারে আমি অনেক স্বপ্ন দেখেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন দিন এসেছে। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কত সুন্দর রাত, আমি অনেক উপভোগ করেছি। অবিস্মরণীয়।’
Discussion about this post