বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বর্তমান যুগ হলো আধুনিক যুগ। তাই সবকিছুই এখন ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়। আর তার জন্যই গ্রাহকদের কথা চিন্তায় রেখে গুরুত্বপূর্ণ মেসেজ বা ইমেইল চালাচালির পাশাপাশি জিমেইলে এখন থেকে ভিডিও ও ভয়েস কলের সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল। যা ব্যবহারকারীদের আরও সহজ ও সাবলিল কলিং অভিজ্ঞতা প্রদান করবে।
‘স্পেসেস’ নামে গুগলের ইমেইল সার্ভিসকে একটি অল-ইন-ওয়ান অ্যাপের মর্যাদায় উন্নীত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে গুগল ব্যবহারকারীদের মিটিংয়ে বা ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য ইউআরএল জেনারেট করে। নতুন সুবিধা চালু হলে কোনও মিটিং লিংক তৈরি না করেই ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে কনফারেন্স, গ্রুপ চ্যাটিং ও ভিডিও কলে যুক্ত হতে পারবে।
জিমেইল এর অ্যাপ ভার্সন অনেকগুলো নতুন ফিচার দিয়ে সাজানো হয়েছে। তবে এন্টারপ্রাইজ সংস্করণের ব্যবহারকারীরা এখনই সুবিধাটি উপভোগ করতে পারলেও সাধারণ ব্যবহারকারীদের সুবিধাটি পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত।
এদিকে গুগল মিটের জন্য থাকবে লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্ট। শুরুতে এই ফিচারে ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজে ট্রান্সলেটেড ক্যাপশন পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য আরও ভাষার ক্ষেত্রেও এই ফিচারটি পাওয়া যাবে।
Discussion about this post