তানভীর জাকারিয়া চৌধুরী
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য্য কর্তৃক ২০০৮ সালে নিয়োগকৃত প্রথম উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ গতকাল শুক্রবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। ইডিইউর পরে তিনি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন এবং দীর্ঘদিন সে দায়িত্ব পালন করেছেন। দেশবরেণ্য এ শিক্ষাবিদের বর্ণিল কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইডিইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। ইডিইউ পরিবারের পক্ষে তারা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অগ্রযাত্রায় তার অসামান্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভেই তার মতো একজন গুণী শিক্ষক ও দক্ষ প্রশাসককে উপাচার্য হিসেবে পাওয়ায় ইডিইউ সমৃদ্ধ হয়েছে। আমৃত্যু মূল্যবান পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে ছিলেন তিনি। তার মৃত্যুতে ইডিইউ একজন অভিভাবককে হারালো, জাতি হারালো একজন পণ্ডিত ও দিশারীকে।
তারা মরহুমের রুহের মাগফেরাত ও শোকগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
গবেষক হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন তিনি। বর্ণাঢ্য জীবনে তিনি লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, স্থানীয় সরকারসহ নানা বিষয়ে অসংখ্য গ্রন্থ ও রিসার্চ পেপার রচনা করেছেন। বিভিন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে পঞ্চাশটিরও অধিক প্রবন্ধ ও অধ্যায় প্রকাশিত হয়েছে তার।
আজ শনিবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
Discussion about this post