ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে ছয়জনকে নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে। নবম গ্রেডে নিয়োগ পাবেন মেডিকেল অফিসার পদে চাকরি পেলে।
আবেদনের বয়স: গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনা। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে করোনায় প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেয়।
গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: আবেদন করা যাবে http://bpdb.teletalk.com.bd এই ঠিকানা। ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
Discussion about this post