খেলাধূলা ডেস্ক
আর মাত্র এক ধাপ এগিয়ে গেলেই ইতিহাস গড়বেন টেনিস বিশ্বের সেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের সেমিফাইনালে ৫ সেটের ম্যারাথন ম্যাচে অ্যালেকজান্ডার জভেরেভকে হারিয়েছে র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় জোকোভিচ।
ফ্লাশিং মিডোসে শুরুটা ভালো হয়নি ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের। প্রথম সেটে হেরে যান ৪-৬ গেমে। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান সার্বিয়ান তারকা। পরের দুই সেট জিতে নেন দাপটের সঙ্গে। তবে চতুর্থ সেটে আবারও প্রতিরোধ জভেরেভের। ৬-৪ গেমে সেট করে নেন নিজের নামে। ফলে খেলা গড়ায় পঞ্চম ও শেষ সেটে।
নাদাল-ফেদেরারের সঙ্গে ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ে সমতায় আছেন জোকোভিচ। ফাইনালে জিতলেই ছাড়িয়ে যাবেন তাদের। সঙ্গে পূর্ণ হবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। প্রত্যেকেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম। দানিল মেদভেদভকে হারাতে পারলে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়বেন জোকোভিচ।
ইউএস ওপেনের ফাইনালে সোমবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাতে রাশিয়ান তারকা মেদভেদেভের মুখোমুখি হবেন জকোভিচ।
Discussion about this post