খেলাধূলা ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর ‘দ্বিতীয় অভিষেক’ দেখতেই মুখিয়ে আছেন হাজারো অনুরাগীরা। সে দিনক্ষণও চলে এসেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে রেড ডেভিলদের জার্সি গায়ে জড়াচ্ছেন সিআর সেভেন। দ্বিতীয়বার জার্সি গায়ে জড়ানোর আগে পর্তুগিজ মহাতারকার সামনে রয়েছে অনেক মাইলফলক।
প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছিলেন রোনালদো। স্যার অ্যালেক্স ফার্গুসনের ছোয়ায় নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ক্যারিয়ারে আজ যা অর্জন তার ভিত্তিটা হয়েছিল ইউনাইটডেই।
এখন পর্যন্ত বিভিন্ন দেশের লিগে ৭ বার শিরোপা জয়ের স্মৃতি আছে রোনালদোর। এর মধ্যে তিনটিই ইউনাইটেডের হয়ে। দু’বার রিয়াল মাদ্রিদ আর দুটি উপহার দিয়েছেন য়্যুভেন্তাসকে। ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ইনিংসে আরও শিরোপা জিততে চান রোনালদো।
পর্তুগিজ রাজপুত্রের ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৭৮৫। ৮০০ গোলের মাইলফলক ছুঁতে সিআর সেভেনের প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র ১৬টি গোল করতে পারলেই প্রিমিয়ার লিগে শত গোল হয়ে যাবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। বর্তমানে তার গোলসংখ্যা ১৩৫টি। আর ১৫টি গোল করতে পারলেই ইউরোপসেরার লিগে ১৫০ গোল করার কীর্তি গড়বেন ৩৬ বছর বয়সী তারকা ফুটবলার। এছাড়া, সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে মোট ১১৮টি গোল করেছেন রোনালদো। আর ৩২টি গোল করতে পারলে রেড ডেভিলদের জার্সিতে ১৫০ গোল হয়ে যাবে সিআর সেভেনের।
গত ২৭ আগস্ট তুরিনের ক্লাব য়্যুভেন্তাস ছেড়ে সাবেক ক্লাবে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ১২ বছর পর ফের ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন সিআর সেভেন।
৩৬ বছর বয়সেও উদ্যোমী পর্তুগিজ মহাতারকা। মনোবল শক্ত রেখেছেন। ঘরকে সমৃদ্ধ করার সংকল্পে নেমেছেন। তবে ক্যারিয়ারের এই শেষ লগ্নে স্বপ্ন পূরণ কতটা সম্ভব? আবার কি ইংল্যান্ডে সব ট্রফি জিততে পারবেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার! তা তোলা থাকলো সময়ের হাতে৷
Discussion about this post