আন্তর্জাতিক ডেস্ক
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন ফাইজার বায়োএনটেক ও মডার্নার তৃতীয় ডোজ (বুস্টার) প্রয়োগ। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম ও সংক্রমণে ঝুঁকিপূর্ণ সেসব ব্যক্তি নিতে পারেন তৃতীয় ডোজ বুস্টার।
সম্প্রতি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র করোনার তৃতীয় ডোজ বুস্টার প্রয়োগের অনুমোদন দেওয়ায় কাতারেও করোনার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। ১৫ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে ফাইজার বায়োএনটেক ও মডার্নার বুস্টার ডোজ।
করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পরও যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম ও সংক্রমণে ঝুঁকি আছে তারা তৃতীয় ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপানসহ বেশ কয়েকটি দেশ টিকার মজুতে শীর্ষে। বিশ্বের বহু প্রখ্যাত স্বাস্থ্য সংস্থা ও কর্মকর্তা বিশ্বজুড়ে টিকা বৈষম্য নিয়ে সমালোচনা করেছেন। এই বৈষম্য নিরসনে জাতিসংঘের উদ্যোগে টিকা বণ্টন উদ্যোগ কোভ্যাক্স যাত্রা করে।
প্রাথমিকভাবে এই উদ্যোগের লক্ষ্য ছিল এই বছরের শেষ নাগাদ ১৯০টি দেশে ২০০ কোটির বেশি ডোজ টিকা সরবরাহ। এর মাধ্যমে বিশ্বের অন্তত ২০ শতাংশ মানুষের জন্য টিকা প্রাপ্তির লক্ষ্য ছিল তাদের। তবে ধনী দেশগুলো নিজেরাই টিকা উৎপাদকদের সঙ্গে চুক্তি করতে থাকায় কোভ্যাক্স টিকা কম পায়। এরপর ধনী দেশগুলো টিকা মজুতও জারি রেখেছে।
Discussion about this post