নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের করোনা সংক্রমণের তথ্য প্রতিদিন বিকাল চারটার মধ্যে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে এন্ট্রির নির্দেশ দিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাক্ষরিত অফিস আদেশটি রবিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
আদেশে জানানো হয়, কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সুপারিশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ সংক্রান্ত দৈনিক ভিত্তিতে মনিটরিং করা প্রয়োজন।
বিদ্যালয় পুনরায় চালু করার জন্য সরকার গৃহীত সিদ্ধান্ত অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য রবিবার থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সেবা মনিটরিং করা অপরিহার্য।
উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা তার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পূরণ করা স্বাস্থ্যতথ্য নির্ধারিত ছকে প্রতিবেদন সংগ্রহ করবেন এবং প্রতিদিন বিকাল ৪টার মধ্যে আবশ্যিকভাবে ‘করোনা আপডেট’ সফটওয়ারে হালনাগাদ তথ্য এন্ট্রি দেবেন।
Discussion about this post