অনলাইন ডেস্ক
নিজেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, আইন পরিবর্তন করা হয়েছে। কিন্তু মানুষ সচেতন না হলে মরণোত্তর চক্ষুদানে আগ্রহ বাড়ানো যাবে না।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে রোটারি ক্লাব ঢাকা এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
দেশে ৫ লক্ষাধিক মানুষ কর্ণিয়াজনিত অন্ধত্ববরণ করেছে। কিন্তু বছরে ৫০টির বেশি কর্ণিয়া সংগ্রহ করা যাচ্ছে না। প্রতিবছর নতুন করে ৪০ হাজার মানুষ কর্ণিয়াজনিত অন্ধত্বের শিকার হচ্ছে।
Discussion about this post