নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে দেশের সকল মেডিক্যাল কলেজগুলোতে সশরীরে ক্লাস শুরু হয়েছে। প্রথমদিন উৎসাহ-উদ্দীপনা নিয়েই শিক্ষার্থীরা ক্লাসে হাজির হয়েছেন। শতভাগ উপস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করে।
দীর্ঘদিন পর রামেকে সরাসরি ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেয় শিক্ষকগণ । ক্লাস শুরু উপলক্ষে আজ দুপুরে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে রামেকের ফিজিওলজি গ্যালারিতে এক ওরিয়েন্টেশন ক্লাস হয়। এতে অধ্যক্ষ ড. নওশাদ আলীসহ অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন ক্লাস শেষে অধ্যক্ষ বলেন, ‘দীর্ঘদিন পর ক্লাস শুরু করতে পারায় শিক্ষক ও শিক্ষার্থী সবাই আনন্দ প্রকাশ করেছেন। আশা করি, স্বাস্থ্যবিধি মেনেই এখন থেকে ক্লাসগুলো নিয়মিত হবে। এর জন্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
জানা গেছে, ১১০ জন শিক্ষার্থীর ৪৫ মিনিট করে ক্লাস নেওয়া হবে। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে ১৫ মিনিট পর পরবর্তী ব্যাচের ক্লাস নেওয়া হবে। এর মধ্যে ক্লাসরুম পরিষ্কার করা হবে। সোমবার থেকে প্রথম, দ্বিতীয় ও ফাইনাল বর্ষের ক্লাস শুরু হলো। তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস পরবর্তী সময়ে জানানো হবে।
এদিকে, দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ফরিদ খান বলেন, ‘সোমবার থেকে প্রথম, দ্বিতীয় ও ফাইনাল বর্ষের ক্লাস শুরু হলো। মূলত প্রফেশনাল পরীক্ষার জন্য ফাইনাল বর্ষের ক্লাস শুরু হয়েছে। আমি ফেব্রুয়ারি মাসের পরে আজকে প্রথম কলেজে আসলাম। অপরদিকে প্রথম বর্ষের ছাত্ররা ভর্তির পরে আজ প্রথম কলেজে এসেছে।’ দীর্ঘদিন পর কলেজে এসে অনেক আনন্দ প্রকাশ করেন তিনি।
খুলনা সদর উপজেলার ছেলে রামেকের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে দ্বিতীয় বর্ষের ২৮০ শিক্ষার্থীকে দুটি গ্রুপে বিভক্ত করে আজ থেকে ক্লাস নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। আমি কলেজ খোলার বিশেষ জানতে পেরে রবিবার রাতে রাজশাহীতে এসেছি। কলেজের প্রায় সব শিক্ষার্থী করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। স্বাস্থ্য সচেতনতার বিষয়টি বরাবরের মতো আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। তাই ক্লাসে প্রবেশের আগে হাত ভালোভাবে ধুয়ে ও স্যানিটাইজ করে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রোগীদের সঙ্গে প্র্যাকটিক্যালি কথা বলতে হয়, যা অনলাইনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও লাশ নিয়ে আমাদের কাজ করতে হয়, যেটা ফিজিক্যালি উপস্থিত না হয়ে করা প্রায় অসম্ভব।’
সকাল থেকে শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে কলেজে এসেছেন। দীর্ঘদিন পর কলেজে এসে নিজেদের শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পেরে তাদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
রংপুর মেডিক্যাল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে শুধু প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। মোট ৬০০ শিক্ষার্থীর প্রায় সবাই যথাসময়ে কলেজে এসেছেন। উপস্থিতির হার ছিল প্রায় ১০০ শতাংশ।’
তিনি জানান, শিক্ষার্থীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাদের স্বজনদের কেউ অসুস্থ থাকলে বা নিজেরাও অসুস্থ অনুভব করলে কলেজে আসার প্রয়োজন নেই। আর বিষয়টি আগেভাগেই জানাতেও তাদের বলে দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে যেমন ছিল আনন্দ উচ্ছ্বাস তেমনি শিক্ষকদের মাঝেও ছিল ব্যাপক উদ্দীপনা।
খুলনা মেডিক্যাল কলেজেও ক্লাস শুরুর দিন অধিকাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, সকাল থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। দেড় বছর পর ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের আগ্রহের ঘাটতি নেই। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হয়েছে।
Discussion about this post