নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত বিথম কলেজ অব প্রফেশনালস আগামী ১৫ সপ্টেম্বের থেকে ২০ সপ্টেম্বের ৫ দনি ব্যাপী ‘ওপেন ডে এন্ড স্পট এডমিশন দিবস’ ঘোষণা করছে। এই কলেজটি BBA, BSC in Tourism and Hospitality Management, and BSC in IT,Foundation Diploma (Level 3) (Equivalent to HSC/A-Level),Prof. Dip. in Hotel Management,PGD in HRM, SCM, SML. বিষয়ে আন্তর্জাতিক মানের কোর্স পরিচালনা করে আসছে সফলতার সাথে। করোনার অতিমারীর কারণে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে সম্প্রতি প্রাণ সঞ্চার হয়েছে দেশের সকল শিক্ষাংগনে। আর ছাত্রছাত্রীরা আবারও তাদের উচ্চশিক্ষায় উন্নত ভবিষ্যতের স্বপ্ন বুনছে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোয়াজ্জমে হোসেন বলেন, করোনার কঠিন বাস্তবতার নিরিখে সরকার শিক্ষাংগন সচল করে লাখো শিক্ষার্থীর মনে স্বস্তি এনে দিয়েছেন। তাই এই স্বপ্নযাত্রায় সহযোগী হয়ে বিথম কলেজ অব প্রফেশনালস এই ‘ওপেন ডে এন্ড স্পট এডমিশন’ এর আয়োজন করেছে এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে ভর্তি হলেই চলতি সেশনে বিশাল মাত্রার স্কলারশীপ ঘোষণা করছে। ওপেন-ডে চলাকালীন যে কোন দিন যে কোন বিভাগে ভর্তি হলেই মোট সেমিস্টার ফি এর উপর প্রত্যকে শিক্ষার্থী পাবেন ১,০০,০০০( এক লক্ষ )টাকার স্কলারশীপ !
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা র্পযন্ত দিনভর এই ভর্তি উৎসবে আগত তরুণ দর্শনার্থীরা তাদের ক্যারিয়ার বিষয়ে নানা পরামর্শ পাবেন অভিজ্ঞ শিক্ষকগণের কাছ থেকে।
এ প্রসংগে কলেজ প্রতষ্ঠিাতা ও অধ্যক্ষ জাকের হোসেন বলেন, এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই London Graduate School, Azteca University এবং OTHM, UK কর্তৃক স্বীকৃত । প্রশিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। রয়েছে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা ! এখানে সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ,সমৃদ্ধ পাঠাগার, সান্ধ্যকালীন ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে। তাই আমরা চাই মেধাবী প্রজন্ম কর্মক্ষেত্রে বাস্তবধর্মী ক্যারিয়ারের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাক।
প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান ,ভর্তি উৎসব অনুষ্ঠিত হবে আর. আই. টাওয়ার (৪র্থ তলা),এম,এম, আলী রোড, গোলপাহাড় মোড়, মেহেদীবাগস্থ কলেজ ক্যাম্পাসে । আগ্রহীরা এতে যোগ দিতে পারবেন অনলাইনেও।
এছাড়াও বিস্তারিত জানতে ফোন করতে পারবেন ০১৮৪২-৫৯৮৭০০, ০১৭৩০-৫৯৮৭০০ নম্বরে এবং লগইন করতে পারবেন Bithm College of Professionals ফেসবুকে।
Discussion about this post