তানভীর পিয়াল
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সম্প্রতি রেইন্স ইন্টারন্যাশনালের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যাতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ব্যাংকের মাধ্যমে সহজে রেমিটেন্স (টিউশন ফি) পাঠাতে সহায়তা প্রদান করা যায়।
এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে আগ্রাবাদের প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ভিপি এবং শাখার প্রধান মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেয়ন্স ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা আমির মো মঈনউদ্দিন এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আগ্রাবাদের ভিপি ও প্রধান শাখা মোহাম্মদ ফখরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
রেয়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক রাশেদ ইয়াকুব, অপারেশন হেড মহুয়া জাহান, নির্বাহী সহকারী আহসানুল হক তুষার, আইটি প্রধান ফাহিম আহমেদ হাশমী, নির্বাহী কর্মকর্তা ফরহাদ, জাহেদুল ইসলাম এবং মো রফিকুন নবী চৌধুরী (এসএভিপি ও উপ-ব্যবস্থাপক), রায়হান ফয়সাল রবিন, সিনিয়র এক্সিকিউটিভ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ শাখা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেয়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক অপারেশন ইমতিয়াজ উদ্দিন জেহাদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Discussion about this post