নিজস্ব প্রতিবেদক
২০২২ সালে প্রাইভেটে আলিম (সাধারণ ও মুজাব্বিদ বিভাগ) পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নোটিশ জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড। শিক্ষার্থীদের আগামী ১৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বরারব আবেদন করতে বলা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রেজিস্ট্রার সিদ্দীকুর রহমান স্বাক্ষরিত এ নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সারা দেশ থেকে মোট ৮০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাইভেটে আলিম পরীক্ষা দিতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৯-০৯-২০২১ইং থেকে ১৭-১০-২০২১ইং পর্যন্ত। আর আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রেশন বোর্ডে জমা দিতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। প্রাইভেটে আলিমের আবেদন ফি নির্ধারিত হয়েছে ১২০ টাকা ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post