নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ অক্টোবর থেকে এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা অবস্থান করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডার্ড কমিটির গত বুধবারের এই সুপারিশ বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাবি প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির দুটি সুপারিশ একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সুপারিশের একটি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
দ্বিতীয়টি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে ৫ অক্টোবর সকাল ৮টা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে।
তিনি জানান, টিকা দেওয়ার স্থান হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য লোগো সংবলিত একটি মাস্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, ১৮টি হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
Discussion about this post