নিজস্ব প্রতিবেদক
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনা টিকার নিবন্ধনের সুবিধার্থে আজ বৃহস্পতিবার একটি ‘ওয়েবলিংক’ (https://univac.ugc.gov.bd) চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা জন্মনিবন্ধন সনদ দিয়ে এই লিংক ব্যবহার করে টিকার জন্য প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এরপর এসব শিক্ষার্থীর তথ্য ইউজিসি স্বাস্থ্য বিভাগকে দেবে। তখন শিক্ষার্থীরা করোনার টিকাসংক্রান্ত সুরক্ষা অ্যাপে গিয়ে সহজেই টিকার নিবন্ধন কাজটি করতে পারবেন।
বৃহস্পতিবার রাত থেকেই এই ওয়েবলিংকটি চালু হয়েছে।
এ বিষয়ে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী এখনো করোনা টিকার জন্য নিবন্ধন করেননি, তাঁদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই লিংক ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই কাজের জন্য সেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ নেই, তাঁদের দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে ইউজিসি। এ ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ইউজিসি।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, কমিশনের লক্ষ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে, তাঁরাও এই লিংক ব্যবহার করে সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে টিকার নিবন্ধন করতে পারবেন। এই ওয়েব লিংকের মাধ্যমে টিকা গ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।
Discussion about this post