খেলাধূলা ডেস্ক
করোনা ভাইরাসের কারণে আইপিএলের চলতি আসরে প্রথম পর্বে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল। শেষ পর্যন্ত স্থগিতও হয়ে যায় টুর্নামেন্টটি।
তবে এবার দ্বিতীয় পর্বে শুরু হওয়া আইপিএলে গ্যালারিতে ফিরছে দর্শকরা। এক বিবৃতিতে আজ (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল কতৃপক্ষ জানায়, ‘আইপিএল মাঠে গড়াবে আজ ১৯ সেপ্টেম্বর। যেখানে বর্তমান ও ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের মুখোমুখি হবে তিনবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে কারণ করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত বিরতির পর আইপিএল দর্শকদের স্টেডিয়ামে স্বাগত জানাবে। ’
এর আগে ভারতে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় ২০২০ সালে টুর্নামেন্টটি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন দর্শকশূণ্য মাঠেই খেলা হয়েছিল। পরেরবার অর্থাৎ ২০২১ সালে করোনা ভয়াবহ আকার ধারণ করলে মাঝপথেই টুর্নামেন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত বন্ধ হওয়া টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো মাঠে গড়াবার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে।
চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে চলতি মাসের ১৯ তারিখ শুরু হবে আইপিএলের দ্বিতীয় অংশ। এরপর ১৪ অক্টোবর পর্যন্ত মোট ২৭ দিন ৩১টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।
Discussion about this post