শিক্ষার আলো ডেস্ক
২০২২ সালের আলিম (প্রাইভেট) পরীক্ষা দিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের মাদ্রাসার অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ১৭ অক্টোবরের মধ্যে প্রাইভেটে আলিম পরীক্ষা দেওয়ার আবেদন করতে হবে শিক্ষার্থীদের। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত প্রাইভেটে আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় অংশগ্রহণে রেজিস্ট্রেশনের নিয়ম তুলে ধরেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
জানা গেছে, সারাদেশের ৮০টি মাদ্রাসা থেকে আগামী বছর প্রাইভেটে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। এ জন্য প্রাইভেট পরীক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত মাদ্রাসার অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত প্রাইভেটে আলিম পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের কাগজপত্র বোর্ডের রেজিস্ট্রেশন শাখায় জমা দিতে হবে। প্রাইভেটে আলিম পরীক্ষা দিতে ১২০ টাকা ফি দিতে হবে পরীক্ষার্থীদের।
Discussion about this post