বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। ডাকযোগে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা (www.bsmrstu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। প্রতি পদের জন্য আবেদন ফি ১২০০ টাকা।
পদের নাম: সহযোগী অধ্যাপক
পদের সংখ্যা: ২ (আর্কিটেকচার বিভাগ, ফুড অ্যান্ড এগ্রোপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ)
যোগ্যতা: পিএইচডি ডিগ্রিধারীদের সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে চার বছর।
এমফিল ডিগ্রিধারীদের নয় বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
পদের নাম: সহকারী অধ্যাপক
পদের সংখ্যা: ৩ (আর্কিটেকচার বিভাগ, ফুড অ্যান্ড এগ্রোপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান)
যোগ্যতা: তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠানে তিন বছরের চাকরি। এমফিল ডিগ্রি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ৬ (আর্কিটেকচার বিভাগ, ফুড অ্যান্ড এগ্রোপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৫ স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন এখানে
Discussion about this post