নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজার জন্য ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হবে না।
সোমবার ( ২০ সেপ্টেম্বর ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ৭ অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না ও ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, পূজার ছুটির জন্য ১১ থেকে ১৬ অক্টোবর কোনো পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর উপাচার্যের সঙ্গে ডিন ও চেয়ারম্যানদের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা সশরীরে শুরু হবে। এ সিদ্ধান্তের পর বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচি ঘোষণা করলে দেখা যায় পূজার মধ্যেও পরীক্ষার তারিখ রয়েছে। এতে হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
Discussion about this post