খেলাধূলা ডেস্ক
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের প্রথম ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের একাদশে সুযোগ পায়নি । ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সহজ জয় পাওয়ায় সামনের ম্যাচেও সাকিবের ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।
বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনার পর তাকে নিয়ে আদিখ্যেতার শেষ নেই কলকাতা নাইটরাইডার্সের। কিন্তু এসব আদিখ্যেতা মাঠের বাইরেই বেশি। বাইশ গজে কেকেআরের পরিকল্পনায় সাকিব আল হাসান সব সময়েই সেকেন্ড চয়েস। সুনীল নারিন কিংবা তার পজিশনে অন্য কোনো অলরাউন্ডার ফ্লপ করলে কিংবা ইনজুরিতে পড়লেই কেবল একাদশে ডাক পড়ে সাকিবের।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচেও সেই পরিকল্পনার হেরফের হয়নি। নারিন উইকেট না পেলেও ইকোনমিক্যাল ছিলেন, তাই সাকিবের একাদশে ডাক পাওয়া অনিশ্চিতই বলা চলে।
বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার দারুণ এক মওকা পেয়েছেন বিশ্বসেরা ক্রিকেটাররা। এবারের আইপিএলকে তাই সবাই একটু বাড়তি গুরুত্বই দিচ্ছে। বিশ্বকাপের দল গঠনেও এই আইপিএলের পারফরমেন্স বড় ভূমিকা রাখতে পারে অনেক দলে।
সাকিবের পরিকল্পনাতেও আইপিএলে বিশ্বকাপের প্রস্তুতি সারার ব্যাপারটা ছিল, কিন্তু সেই প্রস্তুতি কতোটা আপ টু দ্য মার্ক হবে তা নিয়ে সংশয় থাকছেই। বেস্ট ইলেভেনে না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের ম্যাচ প্র্যাকটিস যে নিজের মন মতো হচ্ছে না সেটা এখন নিশ্চিতই হয়ে গেছে।
কেবল বাংলাদেশি হওয়ায় আইপিএলের ময়দানে গুরুত্বটা কম পাওয়া যায়, সাকিব সেই ক্ষোভ প্রকাশ করেছেন আগেই।
উনিশ বিশ্বকাপে কাজের কাজটা করে দেখিয়েছেন সাকিব। এবারে দল হিসেবে করতে চান দারুণ কিছু। কেবল দুনিয়ার সেরা ক্রিকেটারদের একজনই নন, সাকিব ভালো একজন অবজারভারও, তাই কে বা কারা কেমন কোরে টি-টোয়েন্টি ক্রিকেটটা খেলছে আইপিএল বেঞ্চে বসেও সেটা নিশ্চয়ই নিজের মাথায় গেথে নিচ্ছেন সাকিব, যেটা হয়ত কাজে আসবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের জন্য।
Discussion about this post