আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে। পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে ইউরালদের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় পারম স্টেট ইউনিভার্সিটিতে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুলের সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পাসে থাকা প্রত্যেককে সতর্ক করে বলা হয়েছিল, সম্ভব হলে ক্যাম্পাস থেকে চলে যেতে হবে অথবা নিজেদেরকে একটি ঘরের মধ্যে আটকে রাখতে হবে।
তদন্তকারীরা জানিয়েছেন, গুলিতে ৮ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। বন্দুকধারীকে আটকের পর বিশ্ববিদ্যালয় ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।
এর আগে অসমর্থিত একাধিক প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম তৈমুর বেকমানসুরভ (১৮) হিসেবে উল্লেখ করা হয়। যিনি সোশ্যাল মিডিয়ায় তার উদ্দেশ্য বর্ণনা করে একটি নোট লিখেছিলেন। সূত্র: বিবিসি
Discussion about this post