নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো আগামী ১৫ অক্টোবরের পরে যেকোন দিন শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবং শিক্ষার্থীদের সর্বনিম্ন একডোজ করোনা টিকা গ্রহণ নিশ্চিত করা গেলে ১৫ অক্টোবরের পর যেকোনো দিন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে।
তবে জাবি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পূর্ব ঘোষিত একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মিটিং পিছিয়ে যাওয়ায় এখনই চূড়ান্ত কোন তারিখ জানাতে পারেননি তিনি।
ক্যাম্পাস ও হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২২ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল ও ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেট মিটিং অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সেটি পরিবর্তন করে যথাক্রমে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর করা হয়েছে।
উপাচার্য জানান, সিন্ডিকেটে দুটি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। শনিবার ছাড়া অন্যদিন মিটিং নিলে তারা থাকতে পারেন না। যেহেতু এই শনিবার তারা থাকতে পারবেন না বলে জানিয়েছেন, তাই এটি পিছিয়ে পরের সপ্তাহে নেয়া হয়েছে।
উপাচার্যের এই ঘোষণার মধ্য দিয়ে হল খোলা নিয়ে জাবি শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে।
ফারজানা ইসলাম বলেন, আমরা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীর টিকার নিবন্ধন নিশ্চিত করতে চাই। পরবর্তীতে নিবন্ধন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে টিকা দেওয়া হবে। এজন্য মেডিক্যাল সেন্টারে চারটি বুথ স্থাপন করা হবে। টিকা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সহায়তা করবে।টিকা নেওয়ার পরে শিক্ষার্থীরা প্রথমে নিজ নিজ হলে ১৪ দিন অবস্থান করবে। এসময় তাদের পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। এই সময়কালে শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবে।
Discussion about this post