নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি না মানায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের মাস্টার্সের ফাইনলা পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক অধ্যাপক ড. মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য মহোদয় বারংবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ যথাযথভাবে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ২১ সেপ্টেম্বর থেকে তাদের সকল পরীক্ষা উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির মাস্টার্সের স্থগিত থাকা সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়। আগামী ২৯ সেপ্টেম্বর মাস্টার্সের স্থগিত থাকা পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা ছিল। এরপর এদিন থেকেই স্নাতক শ্রেণির চতুর্থ ও তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার রয়েছে।
Discussion about this post