খেলাধূলা ডেস্ক
দীর্ঘ সময় রানের খরায় ভোগার পর সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ এ দলের হয়ে এইচপির বিপক্ষে দুর্দান্ত এই ইনিংসটি খেলেন তিনি।
অনেক দিন পর বড় ইনিংস খেলতে পেরে যথারীতি উচ্ছ্বসিত এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এই ইনিংস তার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন মিঠুন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে মিঠুন অপরাজিত ছিলেন ৪৬ রানে। শেষদিনেও বেশ সাবধানী সূচনা ছিল মিঠুনের। এই সেঞ্চুরি তুলে নিতে তিনি ক্রিজে ছিলেন ২০৪ বল। তার এই সেঞ্চুরিতে ছিল ৭ টি চার এবং ১ টি ছয়ের মার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ করে দিতেই খেলাটির আয়োজন করে বিসিবি। কিছুদিন ধরেই পারফরমেন্সের কারণে দলে ব্রাত্য হয়ে পড়া মিথুনের জন্য এটা ছিল তাই নিজেকে প্রমাণের মঞ্চ। সেই সুযোগটাই কাজে লাগালেন এই ক্রিকেটার।
Discussion about this post