অনলাইন ডেস্ক
লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে লন্ডনের একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
Discussion about this post