নিজস্ব প্রতিবেদক
চলতি মাসে ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না। সামগ্রিক ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের কাজ চলমান থাকায় ফল প্রকাশের কাজ কিছুটা বিলম্ব হতে পারে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মুহূর্তে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানোর তোড়জোড় চলছে। এই কারণে ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের কাজে কিছুটা ধীরগতি এসেছে। ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানোর পর পুরোদমে ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের কার্যক্রম শুরু করা হবে।
এ বিষয়ে এনটিআরসিএ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তির কাজও চলমান থাকায় ফল প্রকাশের কাজে কিছুটা ধীরগতি এসেছে। আমরা দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবো।
Discussion about this post