নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রুটিন প্রকাশ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।
এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ জানান, এখনো মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে জানি না। অনুমোদন দেওয়া হলে আগামীকাল রুটিন প্রকাশ করা হবে।
জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষার চারটি খসড়া রুটিন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। প্রস্তাবিত রুটিনে আগামী ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু কথা বলা হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। ১৫ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে।
Discussion about this post