নিজস্ব প্রতিবেদক
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে এম.এস. প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগীয় অফিসে যোগাযোগ করে অফিস থেকে নির্ধারিত ফরমে লিখিত আবেদন করতে হবে। আবেদন ফরম বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, গণিত, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি সম্পন্ন শিক্ষার্থীরা এবং যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে মেজর ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরাও দরখাস্ত করতে পারবে। লিখিত/মৌখিক পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা হবে।
Discussion about this post