নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর আগামী ৪ অক্টোবর খুলতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল আবাসিক হল। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ অক্টোবর থেকে আবাসিক হল খোলার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।
তিনি বলেন, আজ সকাল ১১টায় অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। অক্টোবরের ৩য় সপ্তাহ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।
যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ।
Discussion about this post