নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চবি’র সিনেট কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেন, বঙ্গবন্ধু ও নজরুলকে একইসঙ্গে প্রাসঙ্গিক করে গবেষণা করতে যে পদ্ধতিগত সমস্যা আছে তা নূরুল হুদা অতিক্রম করতে পেরেছেন।
সেমিনারে আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
Discussion about this post