নিজস্ব প্রতিবেদক
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের জন্য আরও একটি আবাসিক হল উদ্বোধন করা হয়েছে। ৫ হাজার ৫৮১ বর্গমিটার আয়তনের এ হল নির্মাণে ব্যয় হয়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকা।
আধুনিক ও দৃষ্টিনন্দন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আগামী শিক্ষাবর্ষ থেকে দেওয়া হবে আসন বরাদ্দ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হলের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে উপস্থিত ছিলেন।
৩১২ জন ছাত্রীর আবাসন সুবিধার জন্য এ হলে রয়েছে সুইমিংপুল, ইনডোর গেমস, ব্যাডমিন্টন কোর্ট, বিউটি পার্লার, ক্যান্টিন, লন্ড্রি, সৌরবিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধা। এছাড়া ডাইনিং রুম, হল ইউনিয়ন রুম, টেলিভিশন রুম এবং স্টোর রুম ছাড়াও ৬ তলা এ ভবনের হলের প্রতিটি ব্লকে থাকছে রান্নাঘর।
হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত বলেন, আমরা নতুন শিক্ষাবর্ষে আসন বরাদ্দ দেওয়া শুরু করবো। আসন বরাদ্দের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ সিন্ডিকেটে অনুমোদন পেলে সে সুপারিশের ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।
Discussion about this post