নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয় বলে মন্তব্য করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।
অধিদপ্তর আরও বলছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে সেসব প্রতিষ্ঠানকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পুরো নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করে দাপ্তরিক কাজ করে থাকে। এতে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এ জন্যই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরো নাম ব্যবহারের জন্য বলা হয়েছে।
Discussion about this post