বিনোদন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ১লা অক্টোবর থেকে দেখানো হবে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুর দূরন্ত কৈশোর থেকে শুরু করে তাঁর সাহসী তারুণ্য ও প্রতিবাদী যৌবনের নানা ঘটনা উঠে এসেছে এই চলচ্চিত্রে। প্রধানমন্ত্রীর লেখা গ্রন্থ থেকে নির্মিত এই ছবির প্রিমিয়ার হলো তার জন্মদিনে। পয়লা অক্টোবর থেকে দেশের সকল প্রেক্ষাগৃহে ছবিটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।
বঙ্গবন্ধু তখন গ্রামের স্কুলে পড়তেন। নদী পার হয়ে স্কুলে যাওয়া আসা ছিল প্রতিদিন। বর্ষায় বন্ধুর ছাতা নেই। তাই নিজের ছাতা বন্ধুকে দিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন কিশোর মুজিব। সেই অসুস্থতা দীর্ঘ হয়।
গ্রামের স্কুল ছেড়ে শহরে এসেও সাহসী ছিলেন কিশোর বঙ্গবন্ধু। রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে প্রথম দেখায় তুলে ধরেন নিজের স্কুলের সমস্যা।
ম্যাট্রিক পাশের কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হন বঙ্গবন্ধু। আসেন সোহরাওয়ার্দীর সংস্পর্শে।
১৯৪৮ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। সক্রিয় হন ভাষা আন্দোলনে। এসবের মাশুল হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হবার পাশাপাশি কারাবরণ করেন।
দেশ আর দেশের মানুষের জন্য আন্দোলনে নিবেদিত শেখ মুজিব তার পরিবারের জন্য কিছুই করতে পারেন নি। সেই করুণ দৃশ্যও ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।
দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে পুত্র শেখ কামাল চিনতেন না বাবাকে। সেসব ঘটনাও মূর্ত হয়েছে এই ছবিতে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে সোহেল মোহাম্মদ রানা এই অ্যানিমেশন চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। পয়লা অক্টোবর থেকে ছবিটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।
Discussion about this post