নিজস্ব প্রতিবেদক
আগামী ১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, যেকোনো ধরনের অসদুপায়, ডিজিটাল জালিয়াতির মূলোৎপাটনে আমরা কার্যকর উদ্যোগ নিয়েছি৷ যারা ডিজিটাল জালিয়াতির চক্র, মূল হোতা হিসেবে ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতো, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হয়েছে৷ এছাড়া জালিয়াতির মাধ্যমে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তাদের শনাক্ত করে ভর্তি বাতিলসহ বহিষ্কার করা হয়েছে।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জালিয়াতির ঘটনা যেখানেই চিহ্নিত হবে, বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানে থাকবে৷ জালিয়াতি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স থাকবে৷ যেকোনো অসাধু তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
ভর্তি পরীক্ষা নিয়ে তিনি বলেন, অভিভাবক-শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের জন্য ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সাধারণত সকাল ১০টায় পরীক্ষা হতো, এবার ১১টায় হবে৷ এতে শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে আসতে পারবেন। দিনের মধ্যেই পরীক্ষা দিয়ে ফিরে যেতে পারবেন। কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি নজরে এলে তাৎক্ষণিকভাবে জানালে ডিনরা সংশোধন করতে পারবেন৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক আব্দুল মঈন, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক মিহির লাল সাহা প্রমুখ।
Discussion about this post