নিজস্ব প্রতিবেদক
আসন্ন ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় আবেদনকারী চট্টগ্রাম বিভাগের ২৮ হাজার ৪৬৯ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। পাঁচটি ইউনিটের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিজ্ঞান অনুষদ (ক ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনার কারণে প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাবি।
ক ইউনিটে পরীক্ষা দেবেন ১১ হাজার ১৯৪ জন, এরপর ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট) পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ৯ অক্টোবর চারুকলা (চ ইউনিট) পরীক্ষায় প্রায় ১ হাজার জন, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদ (ঘ ইউনিট) পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
চবি প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার প্রস্তুতির পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে নিয়োজিত থাকবে প্রায় দুইশত পুলিশ সদস্য। এছাড়া বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক সদস্য সাদা পোষাকে নিয়োজিত থাকবে। এছাড়া পরীক্ষার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখতে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের ব্যবস্থা থাকছে না। তাদেরকে নিজ দায়িত্বে ক্যাম্পাসে আসতে হবে।
এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ক্যাম্পাসে পাঁচটি ইউনিটের অধীনে প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে। সার্বিক নিরাপত্তায় প্রায় দুইশত পুলিশ ক্যাম্পাসে নিয়োজিত থাকবে। এছাড়া ক্যাম্পাসের বাহিরেও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।”
Discussion about this post